More

    বাকেরগঞ্জে শেখ রাসেল মিনি স্টোডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

    অবশ্যই পরুন

    বরিশালের বাকেরগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। মঙ্গলবার বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হেলিপ্যাড সংলগ্ন এলাকায় মিনি স্টোডিয়ামের ভিত্তিপ্রস্থর স্থাপন উদ্বোধন করেন তিনি।

    জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য নাসরিন জাহান রত্না আমীন, উপজেলা চেয়ারম্যান মো. শামসুল আলম ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া।

    উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব আবু নাছের ভূঁইয়া, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. শামসুল আলম, প্রকল্প পরিচালক মো. মাহবুব মোর্শেদ সোহেল, জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী প্রকৌশলী শিবুলাল খাসকেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক, থানার ওসি মাকসুদুর রহমান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী প্রকৌশলী শিবুলাল খাসকেল জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে সারাদেশের সব উপজেলায় শেখ রাসেল মিনি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের আওতায় ২য় ধাপে ৮৬ টি উপজেলায় মিনি স্টোডিয়াম নির্মাণ করা হচ্ছে। এরমধ্যে বাকেরগঞ্জ উপজেলায় একটি। প্রায় ৪ একর জমিতে বাকেরগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ১০ লাখ ৬২ হাজার টাকা।

     বরিশাল ডট নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...