More

    গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত

    অবশ্যই পরুন

    নানা আয়োজনে বরিশালের গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকালে সুর্যাস্তের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের সুচনা করা হয়। এরপরই উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পার্ঘ অর্পণ করেন। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেদিতে পুস্পার্ঘ অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, সহকারী কমিশনার আরিফুল ইসলাম, ওসি আফজাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাগণ।
    অপর দিকে গৌরনদী উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয়ের বর্ণাঢ্য আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয় থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দরের দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগর সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগর সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না অসুস্থ দিনমজুর নাছিরের

    অনলাইন ডেস্ক: এক সময় দিনমজুরের কাজ করে সংসার চালাতো নাছির খান। আর তার আয়ে চলতো ৫ সদস্যের সংসার। দীর্ঘ...