More

    গৌরনদীতে বড়দিন উদ্যাপিত

    অবশ্যই পরুন

    নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ার ক্যাথলিক ও ব্যাপ্টিস্ট চার্চে খৃষ্টান পল্লী গুলোতে সামাজিক দুরত্ব বজায় রেখে যিশু খ্রিস্টের জন্মদিন পালন ও বড়দিনের উৎসব উদ্যাপন চলছে।
    গৌরনদী ক্যাথলিক চার্চের পাল পুরোহিত ফাদার মিন্টু বৈরাগী জানান, বড়দিন উপলক্ষে রাতে স্থানীয় ক্যাথলিক মিশনে প্রধান উপ্যাসনার পর কেককাটা, ইতিহাস ভিত্তিক গোশালা উদ্ধোধন, মিশা উৎসর্গ, সকালে চার্চে পবিত্র খ্রীষ্টযোগ, প্রার্থনা, কীর্তন, বাইবেল পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুপুরে প্রতিভোজের আয়োজন করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    শর্ত পূরণ করলে নতুন পজিশনে দেখা যাবে নেইমারকে

    ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের জার্সিতে মাঠের বাইরে রয়েছেন নেইমার জুনিয়র। বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচ দিয়ে জাতীয়...