More

    গৌরনদীতে শিক্ষার্থীদের নিয়ে হাইকিং উদযাপন

    অবশ্যই পরুন

    উপজেলার বার্থী ডিগ্রি কলেজের ইংরেজী প্রভাষক প্রশান্ত কুমার চক্রবর্তী প্রতিবছরের ন্যায় এবারও দুই শতাধিক শিক্ষার্থীদের নিয়ে হাইকিং উদ্যাপন করেন। ২৫ ডিসেম্বর শুক্রবার সকাল ৮ ঘটিকার সময় টরকী হজরত মল্লিক দূত কুমার পির সাহেবের মাজার থেকে হাকিং শুরু করে প্রথমে চাঁদশী ইশ্বর চন্দ্র বিদ্যাসাগর মাধ্যমিক বিদ্যালয়ে হাইকিং এর ১ম পর্ব শেষ হয়। পরে গন্ত্যস্থলের উদ্দেশ্যে চাঁদশী বাজার হয়ে রাংতা, গৈলা বাজার হয়ে আগৈলঝাড়া বাইপাসএ পৌছানোয় হয়। দুপুরের খাবার শেষে নৃত্য, গান, পুরষ্কার বিতারনী অনুষ্ঠানের এক সভার বক্তব্যে প্রভাষক প্রশান্ত কুমার চক্রবর্তী জানান যে, হাকিং এর মাধ্যমে সকল ছাত্র-ছাত্রিদের পূর্ন মিলনিসহ, সবার খোজ খবর রাখা হয়। হাকিং সফল করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন রহিম স্যারসহ প্রাক্তন ছাত্র সৌরভ হোসেন ও মোঃ রাজিব হোসেন খান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আজ রাতে টাইগারদের লঙ্কা পরীক্ষা

    এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে সহজ জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। তবে আসল পরীক্ষা আজ রাতেই। প্রতিপক্ষ শ্রীলঙ্কা-এশিয়ার অন্যতম...