More

    সাংবাদিক মোল্লা ফারুক হাসানের বাড়িতে সন্ত্রাসী হামলা; লুটপাট ভাংচুর

    অবশ্যই পরুন

    সাংবাদিক মোল্লাা ফারুক হাসানের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে লুটপাট ও ভাংচুর করেছে সন্ত্রাসীরা। এ নিয়ে পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বরিশালের গৌরনদী পৌরসভার ১ নং ওয়ার্ডের সুন্দরদী এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে রাতেই ৬ জনের নাম উল্লেখ করে গৌরনদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকা ও অভিযোগ সুত্রে জানা যায়, কয়েক মাস পূর্বে লাখেরাজ কসবা এলাকার কুদ্দস ফকিরের ছেলে কাওসার ফকির সাংবাদিক মোল্লা ফারুক হাসানের বাড়ির পাশে বালু ভড়াট করার একটি ড্রেজার মেশিন বসায়। অতিরিক্ত শব্দে স্থানীয় বয়স্ক, শিশু ও শিক্ষার্থীদের লেখাপড়া, ঘুম নামাজ পড়াসহ বিভিন্ন অসুবিধার কারনে ড্রেজার মেশিনের শব্দ কমানোর জন্য বলেন সাংবাদিক মোল্লা ফারুক হাসান। এতে করে কাওসার মেশিনে সাইলেন্সর লাগিয়ে দেয়। এর সুত্র ধরে মঙ্গলবার বিকেলে সাংবাদিক মোল্লা ফারুক হাসানের চাচাতো ভাই সুমন মোল্লার সাথে কাওসার ফকিরের সাথে বালু ভরাট করা নিয়ে কথা কাটাকাটি হয়। তখন কাওসার ফকিরসহ তার সাথে থাকা সঙ্গীরা সুমনকে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে চলে যায়। এরই ধারাবাহিকতায় রাত সাড়ে আটটার দিকে কাওসার ফকিরের নেতৃত্বে প্রায় ৩০/৪০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক মোল্লা ফারুক হাসানের বাড়িতে তার চাচাতো ভাই সুমন মোল্লার বসতঘরে হামলা চালিয়ে ঘরের দরজা ভেঙ্গে ঘরের মধ্যে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে প্রায় ২০,০০০/- টাকার ক্ষয় ক্ষতি করে। এবং ঘরে থাকা সুমনের মা-বোন ও স্ত্রীসহ সবাইকে আহত করে সুমনের ছোট বোনের গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন জোরপূর্বক নিয়ে পালিয়ে যায়। পাশ^বর্তী লোকজন টের পেয়ে আহতদের স্থানীয়ভাবে ভাবে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করে। এ বিষয়ে সুমনের মা বাদী হয়ে মঙ্গলবার রাতেই কাওসারসহ ৬ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দয়ের করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আজ রাতে টাইগারদের লঙ্কা পরীক্ষা

    এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে সহজ জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। তবে আসল পরীক্ষা আজ রাতেই। প্রতিপক্ষ শ্রীলঙ্কা-এশিয়ার অন্যতম...