More

    মোবাইল কিনে না দেওয়ায় কীটনাশক পান করে কিশোরীর আত্মহত্যা

    অবশ্যই পরুন

    মোবাইল ফোন কিনে না দেওয়ায় বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী গ্রামের মাহফুজা খানম (১৫) নামের দশম শ্রেণির ছাত্রী কীটনাশক পানে আত্মহত্যা করেছে। শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মাহফুজা ওই গ্রামের ইউসুফ দারোগার কন্যা ও বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।

    পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য মাহফুজা তার মা-বাবার কাছে বায়না ধরে। কিন্তু বাবা-মা মোবাইল কিনে দেননি। এ কারণে অভিমান করে মাহফুজা ঘরে থাকা কীটনাশক পান করে।

    তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে যান অভিভাবকরা। চিকিৎসকরা তাকে শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বরিশালে নেয়ার পথে দুপুর ২টার দিকে মাহফুজা মারা যায়।

    গৌরনদী মডেল থানার এসআই আরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সাগরে লঘুচাপ, বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

    দেশের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী...