More

    গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার রাঢ়ীকে রাষ্টীয় মর্যদায় দাফন

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন রাঢ়ী (৬৭) হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার বিকেলে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)। তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৩ কন্যা রেখে গেছেন। সোমবার সকালে মাহিলাড়া কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধার কফিনে ফুলের শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াস, পুলিশ প্রশাসনের পক্ষে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান, আওয়ামীলীগের পক্ষে উপজেলা সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। পরে রাষ্টীয় মর্যাদা প্রদানের পর মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি), সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্ধার, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌ মেয়র মোঃ হারিছুর রহমান, যুদ্ধাহত জাতীয় বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মনিরুল ইসলাম বুলেট ছিন্টু, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সাগরে লঘুচাপ, বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

    দেশের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী...