দ্বিতীয় বিয়ে করার অপরাধে ব্যবসায়ীর দোকানে তালা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বাজার কমিটি ও ইউপি চেয়ারম্যানের উপর। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার।
জানা যায়, পারিবারিক জটিলতার কারনে প্রথম স্ত্রীর সম্মতি নিয়েই দ্বিতীয় বিয়ে করেন উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজারের ব্যবসায়ী আজাদ রহমান। কিন্তু তার (আজাদ) এই দ্বিতীয় বিয়ে করার অপরাধের সূত্র ধরে স্থানীয় চেয়ারম্যান ও বাজার কমিটি কোন প্রকার কারন দর্শানো নোটিশ কিংবা মৌখিক কথা ছাড়াই তার দোকানে তালা দিয়ে দেন।
আজাদ রহমান অভিযোগ করে বলেন, “আমি প্রথম স্ত্রীর সম্মতি নিয়েই দ্বিতীয় বিয়ে করি। দুই স্ত্রী নিয়ে সংসারে মাঝেমধ্যে টুকিটাকি ঝামেলা হতো। কিন্তু আমাদের এই পারিবারিক কলহের সূত্র টেনে ইউনিয়ন বাজার কমিটির সভাপতি ও চেয়ারম্যান মোঃ নুর আলম সেরনিয়াবাত, বাজার কমিটির সভাপতি মতলেব মাতুব্বর এবং সাধারণ সম্পাদক প্রদীপ দত্ত আমার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে তালা মেরে দেন। আমি এখন দুই স্ত্রী ও সন্তানদের নিয়ে খুব মানবেতর জীবনযাপন করছি। আমি আমার দোকানে পুনরায় ব্যবসা করতে চাই। আমাকে আপনারা বাঁচান” বলে তিনি (আজাদ) কান্নায় ভেঙ্গে পড়েন।
আজাদ রহমানের প্রথম স্ত্রী’র সাথে কথা বললে দ্বিতীয় বিয়ে নিয়ে কোন প্রকার অভিযোগ নেই বলে তিনি সাংবাদিকদের জানান। এবং অপরদিকে আজাদের দ্বিতীয় স্ত্রী সাংবাদিকদের বলেন, ” দ্বিতীয় বিয়ের পর আমাদের পরিবারে টুকিটাকি ঝামেলা হত। এবং আমরা নিজেরাই এই ঝামেলা মিটিয়ে নিতাম। এখন আর আমাদের পরিবারে কোন ঝগড়া বা ঝামেলা নেই”।
দোকানে তালা দেয়ার বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইউনিয়ন বাজার কমিটির সভাপতি ও চেয়ারম্যান মোঃ নুর আলম সেরনিয়াবাত, বাকাই বাজার কমিটির সভাপতি মতলেব মাতুব্বর এবং সাধারণ সম্পাদক প্রদীপ দত্ত জানান, দ্বিতীয় বিয়ে করার কারনে প্রায় প্রতিদিন আজাদের দোকানে ঝগড়াঝাটি লেগে থাকত দেখে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সিদ্ধান্তের ভিত্তিতে বাজার কমিটি তাকে (আজাদ) দোকান ছাড়ার নির্দেশ দিয়েছে।