More

    উজিরপুরে মুজিববর্ষ উপলক্ষ্যে ৭০টি পরিবার পেল প্রধানমন্ত্রীর দেওয়া ঘর ও জমি

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুরে মুজিববর্ষ উপলক্ষ্যে আশ্রয়ন প্রকল্পের অধীনে ৭০টি পরিবার পেল প্রধানমন্ত্রীর দেওয়া ঘর ও জমি। অসহায় গৃহহীন ও ভূমিহীনদের মাঝে জমি ও ঘর বিতরণের উদ্বোধন উপলক্ষ্যে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে উজিরপুর উপজেলায় ৭০টি অসহায় দরিদ্র পরিবার পেল মাথা গোজার ঠাঁই, জনপ্রতি ২ শতাংশ জমি ও সরকারি ঘর। এ উপলক্ষ্যে ২৩ জানুয়ারী সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চুর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর সরাসরি ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান আয়োজক উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস, আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস.এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহাদাত হোসেন, এ্যাডঃ শহিদুল ইসলাম, সরোয়ার হোসেন, খায়রুল বাশার লিটন, বেবী রানী, প্রেসক্লাব সভাপতি আঃ রহিম সরদারসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগীরা। উপজেলার ৪টি ইউনিয়নে সরকারি খাস জমির মাধ্যমে ৭০টি পরিবারের মধ্যে সাতলা ইউনিয়নে ২০ জন, হারতায় ৩১ জন, শিকারপুর ১৮ জন এবং বড়াকোঠা ইউনিয়নে ১ জনকে দেওয়া হল ঘর ও জমি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনিতে আড়িয়াল খাঁ নদের তীর কেটে মাটি উত্তোলন: চালককে ৩ লক্ষ টাকা জরিমানা

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট এলাকায় বৃহস্পতিবার বিকালে আড়িয়াল খাঁ নদের তীর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে...