১২ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছেছে ঝালকাঠিতে। শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুর আড়াইটায় ভ্যাকসিন বুঝে নেন জেলা প্রশাসক মো. জোহর আলী। এ সময় সিভিল সার্জন রতন কুমার ঢালী, আমির হোসেন আমু এমপির একান্ত সচিব ফকরুল মজিদ কিরন, পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকিরসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ জেলার জন্য ১৯ হাজার ডোজ ভ্যাকসিন চেয়ে চাহিদাপত্র ঢাকায় পাঠালেও প্রাথমিকভাবে বরাদ্দ এসেছে ১২ হাজার ডোজের জন্য ১২০০ ভায়াল (শিশি)।
এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী। জেলা প্রশাসক জানান, এ জেলায় ১৫ ক্যাটাগরির মানুষ অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন। স্বাস্থ্যকর্মী, আইনৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগামী ৭ ফেব্রুয়ারি প্রথম ধাপে ঝালকাঠিতে আনুষ্ঠানিকভাবে মানবদেহে এ ডোজ পুশ করা হবে।