More

    আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি মোয়াজ্জেম হোসেনের বাড়িতে অগ্নিকাণ্ড

    অবশ্যই পরুন

    আগরতলা ষড়যন্ত্র মামলার ২নং আসামি ও বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেনের পৈত্রিক বাড়ি আগুনে পুড়ে গেছে। শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর দমকল বিভাগের স্টেশন অফিসার আবু জাফর।

    শহীদ মোয়াজ্জেম হোসেনের পৈত্রিক বাড়িটি পিরোজপুর শহরতলীর পশ্চিম ডুমরিতলা এলাকায়। এই বাড়িতে জন্ম তার।

    আবু জাফর বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ৫৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন লাগার সময় ঘর তালাবদ্ধ ছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ সময় পাশের একটি পাকা ভবনের ছাদে থাকা পানির ট্যাংকি এবং শুকনো নারিকেল গাছের ডাল পুড়ে যায়।’

    শহীদ মোয়াজ্জেম হোসেনের চাচাতো ভাই মাহমুদুর রহমান টুনু বলেন, ‘ফজরের  নামাজের পরে আমরা হাঁটতে বের হওয়ার পর খবর পাই বাড়িতে আগুন লেগেছে। তখন দমকল বাহিনীকে খবর দিই। দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।’ আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

    খবর পেয়ে নৌবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলায় দোকান মহাজনকে হাতুড়ি দিয়ে গুরুতর জখম: আটক-৩

    অপরাধীদের দ্রুত শনাক্ত করে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি করেন ভুক্তভোগীরা। এর আগে সন্ত্রাসীরা চাঁদা চেয়ে প্রাণ নাশের হুমকি...