বীর মুক্তিযোদ্ধা উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মুক্তিযোদ্ধা কমান্ড ও সন্তান সংসদ কমান্ডের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে স্থানীয় চৌরাস্তা মোড়ে আয়োজিত মানববন্ধনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড মাহে আলম কুট্টি, শাজাহান মিয়া,মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড নেতা আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল, আনম শাহজামাল দুলাল,উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন সহ বীর মুক্তিযোদ্ধাগন ও মুক্তিযোদ্ধা সন্তানগন উপস্থিত ছিলেন। এসময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের বিরুদ্ধে সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম কর্তৃক ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান। পাশাপাশি দূর্নিতীবাজ সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলামের অনিয়ম দূর্নিতী পার্সেন্টিজ বানিজ্যর ফিরিস্তি তুলে ধরেন।