More

    গৌরনদীতে মাদক মামলায় কুট্রিকে সাত বছর কারাদন্ড

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদীতে মাদকদ্রব্য আইনের মামলায় মাহাবুব আলম কুট্রিকে (৪৫) সাত বছর কারাদন্ড প্রদান করছে আদালত। এ ছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।
    বুধবার বিকেলে বরিশাল সিনয়ির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ রফিকুল ইসলাম এ রায় ঘোষনা করেন। দন্ডিত মাহাবুব আলম কুট্রি গৌরনদী পৌরসভার টরকীচর মহল্লার মোসলেম উদ্দিন হাওলাদারের পুত্র।
    আদলত সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাফর আহম্মেদ ২০১৮ সালের ১৮ এপ্রিল সঙ্গীয় ফোর্স নিয়ে টরকীরচর এলাকায় অভিযান চালায়। এ সময় কুট্রির কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। একই বছর ৭ মে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নোমান আহম্মেদ মামলার অভিযোগ পত্র দাখিল করেন। আদালত ১১ জনের সাক্ষ্য গ্রহন শেষে এই রায় ঘোষনা করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...