বরিশালের গৌরনদীতে মাদকদ্রব্য আইনের মামলায় মাহাবুব আলম কুট্রিকে (৪৫) সাত বছর কারাদন্ড প্রদান করছে আদালত। এ ছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।
বুধবার বিকেলে বরিশাল সিনয়ির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ রফিকুল ইসলাম এ রায় ঘোষনা করেন। দন্ডিত মাহাবুব আলম কুট্রি গৌরনদী পৌরসভার টরকীচর মহল্লার মোসলেম উদ্দিন হাওলাদারের পুত্র।
আদলত সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাফর আহম্মেদ ২০১৮ সালের ১৮ এপ্রিল সঙ্গীয় ফোর্স নিয়ে টরকীরচর এলাকায় অভিযান চালায়। এ সময় কুট্রির কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। একই বছর ৭ মে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নোমান আহম্মেদ মামলার অভিযোগ পত্র দাখিল করেন। আদালত ১১ জনের সাক্ষ্য গ্রহন শেষে এই রায় ঘোষনা করেন।