More

    চরফ্যাশনে এসিড নিক্ষেপের ঘটনায় মামলা

    অবশ্যই পরুন

    ভোলার চরফ্যাশনে তরুণীকে এসিড নিক্ষেপের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার আবদুল্লাহপুর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবদুল খালেক সিকদার বাদী হয়ে মামলাটি করেন। এতে আসামি করা হয়েছে একই এলাকার হানিফ ও তোতাকে।

    এসিড নিক্ষেপের শিকার হয় আবদুল্লাহপুর এলাকার মুন্নী (১৯) নামের এক তরুণী। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এসিড নিক্ষেপ করা হয় তাকে। পরে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় দগ্ধ মুন্নিকে।

    জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাবার বাড়িতে খোলা জানালার পাশে বসে ফেসবুক ব্যবহার করছিলেন মুন্নী। এসময় হঠাৎ হানিফ ও তোতা জানালার পাশ থেকে তার মুখে এসিড ছোড়ে। তার চিৎকারে পরিবারের লোকজন চলে আসে। এরপর তাকে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়। রাতে চরফ্যাশন থানায় দুজনকে আসামি করে মামলা দিলে ওসি মামলা এজাহারভুক্ত করেননি। শুক্রবার তদন্ত শেষে রাতে এসিড মামলা গ্রহণ করা হয়।

     

    এলাকাবাসী জানান, জমিজমা নিয়ে দুপক্ষের সাথে দীর্ঘদিনের বিরোধ চলছিল। প্রতিপক্ষকে ঘায়েল করতে এসিড নিক্ষেপ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।

    শুক্রবার রাতে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়া জানান, এ ব্যাপারে মুন্নির বাবা আ. খালেক সিকদার বাদী হয়ে শুক্রবার থানায় মামলা করেছে। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    শেখ হাসিনার আমলে অর্থপাচারের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ব্রিটিশ গণমাধ্যমের

    গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তার আমলে হওয়া অর্থপাচার ও দুর্নীতির...