More

    গাঁজাসহ ভাই-বোন আটক

    অবশ্যই পরুন

    বরগুনার পাথরঘাটায় ৩৭১ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ ও কোস্টগার্ড। একই সঙ্গে তালতলীতে দুই ভাই-বোনকে গাঁজাসহ আটক করেছে পুলিশ।

    শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পৌরসভার ৯ নম্বর ওর্য়াডের পাথরঘাটা খাল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

    আটকরা হলেন-পাথরঘাটার ৯ নম্বর ওর্য়াডের মো. আরিফের স্ত্রী শিরিন (৩৫), একই এলাকার মৃত হাতেম আলী মৃধার মেয়ে মুর্শিদা (৫০), তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠাকুর পাড়া এলাকার মৃত নুরুল হকের ছেলে লিটন (৪৫) ও মেয়ে রুবি বেগম (২৫)।

    কোস্টগার্ড সূত্রে জানা যায়, পৌরসভার ৯ নম্বর ওর্য়াডের পাথরঘাটা খাল সংলগ্ন এলাকায় ইয়াবা বিক্রি হয়। এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ ও কোস্টগার্ডের একটি টিম অভিযান চালায়। অভিযানে ৩৭১ পিস ইয়াবাসহ শিরিন (৩৫) ও মুর্শিদা (৫০) নামের দুই নারীকে আটক করা হয়। তারা পাথরঘাটার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছেন।

    কোস্টগার্ড স্টেশান পাথরঘাটার স্টেশান কমান্ডার লে. ফাহিম শাহরিয়ার জানান, ইয়াবা বিক্রির খবর পেয়ে পুলিশের সহযোগিতায় যৌথভাবে অভিযান চালিয়ে দুই নারীকে ইয়াবাসহ আটক করা হয়। দুজনকেই পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    এদিকে তালতলীর ঠাকুর পাড়া এলাকা থেকে রাত সাড়ে ৯টার দিকে লিটন (৪৫) ও রুবি বেগম (২৫) নামের মাদক ব্যবসায়ী ভাই- বোনকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে পুলিশ।

    তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পবিপ্রবিতে মিথ্যা অভিযোগে র‌্যাগিং ৩ শিক্ষার্থী বহিষ্কার

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) র‌্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৯...