More

    আগৈলঝাড়ায় সরকারী খাল দখল করে ভবন নির্মানের অভিযোগ

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া প্রতিনিধিঃ
    আইন কানুনের তোয়াক্কা না করে হাজার হাজার কৃষক পরিবারকে সেচ সংকটের
    মুখে ফেলে নিজেদের স্বার্থের জন্য সরকারী খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণের
    কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রভাশালীরা। দখলের এই উৎসব চলছে বরিশালের
    আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা স্লুইজ গেট থেকে পশ্চিমের
    সীমান্তবর্তি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রামমুখি খালে।
    ক্ষতিগ্রস্থ ভুক্তভোগী চাষীরা অভিযোগে জানান, বাগধা ইউনিয়নের আমবৌলা
    স্লুইজ গেট থেকে জয়রামপট্টি, নারায়নখানা হয়ে পশ্চিম দিকের শুয়াগ্রাম মুখি
    একমাত্র খাল দখল করে সেখানে পাকা স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে আসছে স্থানীয়
    নুরু হাওলাদার, আতিয়ার হাওলাদার ও আজিজুল হাওলাদারসহ কয়েকজন প্রভাবশালী।
    দখলদার নুরু হাওলাদার খালের পানি প্রবাহ বন্ধ করে পাকা স্থাপনা নির্মাণের কাজ
    শুরু করেছেন। খালের অপর দিকে স্থানীয় আতিয়ার হাওলাদার ও আজিজুল হাওলাদার খালের
    মাঝে পাইলিং করে বাঁধ দিয়ে বালু ভরাটের কাজ করে আসছে। দখলদারদের বাঁধের
    কারণে প্রবাহমান খালে পানি না পেয়ে বর্তমান সেচ মৌসুমে জমিতে সেচ
    দিতে পারছেন না সংশ্লিষ্ট এলাকার কৃষকেরা। ফলে বর্তমান বোরো মৌসুমে
    হাজার হাজার কৃষক তাদের জমিতে সেচ দিতে ব্যর্থ হয়ে আসছেন। এ ব্যপারে
    দখলদার নুরু হাওলাদার বলেন, এটাতো আর বাড়ি বানাচ্ছি না, দোকান ঘর তোলার
    জন্য কাজ শুরু করেছি। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী
    কমিশনার (ভূমি) মোঃ আবুল হাসেম তাৎক্ষনিক খবর পেয়ে সরকারী খাল দখল করে
    পাকা স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...