বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে রাজিহার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম খায়েরকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানিয়েছেন- থানার এসআই আব্দুল্লাহ আল মামুন উপজেলার বড় বাশাইল এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে রাশেদুল ইসলাম খায়েরকে গ্রেপ্তার করেছে।
ওসি আরও জানিয়েছেন-২০২২ সালের ১৩ নভেম্বর বিকেলে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদকে গৈলা বাজারে বসে আওয়ামী লীগের নেতাকর্মীরা মারধর করে তার মোটরসাইকেল ভাঙচুরসহ ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় দায়ের করা মামলার আসামি রাশেদুল ইসলাম খায়ের। গ্রেপ্তারকৃতকে আজ বুধবার (৫ নভেম্বর) সকালে বরিশাল আদালতে সোর্পদ করা হবে। জানা গেছে, গ্রেপ্তারকৃত রাশেদুল ইসলাম খায়ের বড় বাশাইল গ্রামের মো. অছেল মোল্লার ছেলে এবং রাজিহার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
