আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র উপজেলা কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সুজন কমিটির সভাপতি ড. বিনয় ভুষন রায়ের সভাপতিত্বে সুজন কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক।
সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা সুজন কমিটির সিনিয়র সহ— সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম লিটন, সহ—সভাপতি দেব দুলাল বাড়ৈ, সহ—সভাপতি বিপ্লব বড়াল, সহ— সভাপতি শিক্ষক মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক।
সাংবাদিক মো. সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক পুষ্প বিশ্বাস, তথ্য যোগাযোগ সম্পাদক সাংবাদিক মো. শামীমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মৃদুল দাস, সুজনের বাকাল ইউনিয়ন সাধারণ সম্পাদক প্রনব রায়, সুজনের রাজিহার ইউনিয়ন সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনসহ প্রমুখ। এসময় বক্তারা মাদকমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন
