More

    আগৈলঝাড়ায় ড্যাবের উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সুবিধা বঞ্চিত শতাধিক শিশুদের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

    গতকাল বুধবার দুপুরে কেন্দ্রীয় ড্যাবের নির্দেশনায় ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর আয়োজনে উপজেলার গৈলা আল ফারুক এতিমখানা ও মাদ্রাসায় শতাধিক শিশু শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ঢাকা মেডিক্যাল কলেজ ড্যাবের সহ দপ্তর সম্পাদক ডা. গোলাম মোর্শেদ সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সুপার মাওলানা সৈয়দ ইমরান, হাফেজ আব্দুল্লাহ, উপজেলা হাসপাতালের ষ্টোরকিপার মো. আজিজ হোসেন।

    এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব তার বক্তব্যে বলেন পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপিং এবং চিকিৎসা দেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পাঁচ বছরের জন্য ‘ঢাকা ক্যাপিটালস’র মালিকানায় শাকিব খান

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)-এর গেল আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় ছিলেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। প্রথমবার অংশ নিয়ে দলটি...