নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: নলছিটিতে ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী মো. সোহেল রানার খাম্বা বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ আবারও আলোচনায় এসেছে। দীর্ঘদিন একই কর্মস্থলে থাকায় তিনি প্রভাব খাটিয়ে সরকারি খুঁটি সরবরাহে অনিয়ম ও বাণিজ্যিক লেনদেনে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চরজাগুয়া এলাকার বাসিন্দা বাকি মৃধার কাছ থেকে তিনটি বৈদ্যুতিক খুঁটি দেওয়ার কথা বলে ৫১ হাজার টাকা নেন প্রকৌশলী সোহেল রানা। কিন্তু বাস্তবে তিনি দিয়েছেন মাত্র দুটি খুঁটি। বাকি একটি খুঁটি অবৈধভাবে বরিশাল সিটি করপোরেশন এলাকায় সরবরাহ করা হয়েছে—যা তার দায়িত্ব ও এখতিয়ার বহির্ভূত।
এছাড়াও অভিযোগ রয়েছে, তার নেতৃত্বে কয়েকজন চিহ্নিত দালালচক্র সক্রিয় রয়েছে। ওই চক্রের সদস্যদের মাধ্যমে তিনি খুঁটি ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহের নামে অনিয়ম ও অবৈধ আর্থিক লেনদেন করে থাকেন। এ বিষয়ে জানতে চাইলে আবাসিক প্রকৌশলী মো. সোহেল রানা সাংবাদিকদের বলেন, “লাইনের বিষয় আমি কিছু জানি না, জেনে জানাতে পারবো,”—বলে বিষয়টি এড়িয়ে যান তিনি। দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে থেকে তার এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ সাধারণ গ্রাহক ও স্থানীয় জনগণ।
তারা দ্রুত তদন্ত করে সংশ্লিষ্ট প্রকৌশলীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
