More

    মামলার ভিকটিমই বললেন ‘আমাকে কেউ অপহরণ করেনি’

    অবশ্যই পরুন

    মায়ের দায়ের করা মানবপাচার মামলার ভিকটিম ছেলে শাকিল নিজেই অপহরণ হয়নি বলে দাবি করেছেন।

    শনিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পাথরঘাটা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি। শাকিল উপজেলার কাঠালতলী ইউনিয়নের দক্ষিণ কাঠালতলী গ্রামের গোলাম রসুলের ছেলে।

    সংবাদ সম্মেলনে শাকিল বলেন, আমি জেলে শ্রমিক হিসেবে সাগরে জাল ফেলে জীবিকা নির্বাহ করি। এ কারণে বেশিরভাগ সময় ট্রলারেই থাকতে হয়। ২৯ জানুয়ারি মা মিনারা বেগম র্যাব-৮ এর কাছে আমি অপহরণ হয়েছি বলে একটি অভিযোগ দেন। ওই অভিযোগের ভিত্তিতে পাথরঘাটা থানায় পুলিশ আমাকে উপস্থিত হতে বলে। মা-বাবার উপস্থিতিতে ৪ ফেরুয়ারি আমাকে কেউ অপহরণ করেনি বলে একটি লিখিত অঙ্গীকার নামা দেই। একই সময় আমার মাও অঙ্গীকার নামা দেন।

    পরে ৯ ফেরুয়ারি আমাকে ভিকটিম দেখিয়ে মা একই গ্রামের ফরিদ হোসেন, আল-আমিন, মো. ছবুর ও আউয়ালের বিরুদ্ধে বরগুনা মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে একটি মিথ্যা মামলা করেন। যে কারণে আমি ও অভিযুক্তরা হয়রানির শিকার হচ্ছি। আমরা মিথ্যা হয়রানি থেকে পরিত্রাণ চাই।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...