More

    বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন মাইলফলক

    অবশ্যই পরুন

    প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর ভর করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ৪ হাজার ৪০০ কোটি (৪৪ বিলিয়ন) ডলার ছাড়িয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিন শেষে বাংলাদেশের রিজার্ভ দাঁড়ায় ৪ হাজার ৪০২ কোটি ডলার।

    এ রেকর্ড অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। এর আগে ৪ হাজার ৩০০ কোটি (৪৩ বিলিয়ন) ডলার ছাড়ায় গত বছরের ১৫ ডিসেম্বর।

    বর্তমানে যে পরিমাণ বিদেশি মুদ্রার রিজার্ভ আছে সেটি দিয়ে ১১ মাসেরও বেশি আমদানি ব্যয় পরিশোধ করা সম্ভব বলে মনে করছেন ব্যাংক সংশ্লিষ্টরা।

    ২০২০-২১ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২ দশমিক ৬ বিলিয়ন ডলারের রেমিটেন্স এসেছিল। যেটি ছিল সর্বোচ্চ রিজার্ভ।

    আর নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে ১৯৬ কোটি ২৬ লাখ ডলারের রেমিটেন্স এসেছে, যা গত বছরের (২০২০) জানুয়ারির চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি। ফেব্রুয়ারি মাসের ২৩ দিনে (১ থেকে ২৩ ফেব্রুয়ারি) ১৪৯ কোটি ৫০ লাখ ডলার রেমিটেন্স এসেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ২০ শতাংশ বেশি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ভাণ্ডারিয়ায় জাতীয় পতাকা বিধিমালার অবমাননা: বিরামহীন উড়ছে পতাকা

    নিজস্ব প্রতিবেদক, ভাণ্ডারিয়া, পিরোজপুর: ​পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পৈকখালী বাজারে জাতীয় পতাকা বিধিমালার বিদ্যমান নির্দেশনার তোয়াক্কা না করে দিন-রাত বিরামহীনভাবে...