ডেস্ক রিপোর্ট : বিদেশে সড়ক দুর্ঘটনায় নিহতের লাশ এসে কফিন ওলট পালট হয়েছে। পিরোজপুরের রাকিবের লাশ চলে গেছে কুমিল্লায়। আর কুমিল্লার সাইফুলের লাশ এসেছিলো পিরোজপুরে রাকিবের বাড়িতে। তারা দু’জনেই ওমানে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হন পিরোজপুরের রাকিবুল হাসান রাকিব। কিন্তু আজ যখন বাড়িতে কফিন এলো; তখন সেখানে স্বজনরা ভিড় করছিলেন তাকে এক নজর দেখতে। কিন্তু কফিন খুলে স্বজনরা দেখতে পান রাকিবের জায়গায় অন্যজনের লাশ এসেছে। তবে রাকিবের কফিনে যার লাশ ছিল সেই সাইফুল ইসলাম একই দুর্ঘটনায় নিহত হন। তার বাড়ি কুমিল্লায়।
জানা গেছে, আজ বুধবার সকালে ওমান থেকে ওই কফিন আসে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে লাশবাহী গাড়িতে করে কফিন নেওয়া হয় পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চালনা নামাজপুর গ্রামে রাকিবের বাড়িতে। পরে কফিন খুলে অন্যজনের লাশ দেখতে পেয়ে বিষয়টি সাংবাদিকদের জানান রাকিবের বাবা আব্দুল মালেক।
আব্দুল মালেক জানান, বছরখানেক আগে ওমানে পাড়ি জমিয়েছিলেন ৩০ বছর বয়সী রাকিব। গত ৬ এপ্রিল ওমান শহরে ট্রাক দুর্ঘটনায় তিনি নিহত হন। ওই দুর্ঘটনায় তার সঙ্গে নিহত হন কুমিল্লার সাইফুলও। তাদের দুজনের লাশ এক সঙ্গেই দেশে আসে। কিন্তু বিমানবন্দরে কফিন হস্তান্তরের সময় ভুল করে একজনের লাশ আরেকজনের স্বজনদের দেওয়া হয়। বিষয়টি বুঝতে পারার পর দ্রুত সাইফুলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে লাশ কুমিল্লায় পাঠিয়ে দেওয়া হয়; সেখান থেকেও রাকিবের লাশ পিরোজপুরে পাঠান তারা। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাকিবের লাশ দাফন করা হয়েছে।
