More

    ভোলা পৌর নির্বাচন: দফায় দফায় সংঘর্ষ আহত ১২

    অবশ্যই পরুন

    ভোলায় পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ৫ ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

    এসময় দোকান, গাড়ি ও নির্বাচনি অফিস ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

    শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলা শহরের ৬ নম্বর ওয়ার্ডের ওয়েস্টার্ন পাড়ায় কাউন্সিলর প্রার্থী আব্দুর রব এবং ওমর ফারুকের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় একটি দোকান ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

    অপরদিকে শহরের ৫ নম্বর ওয়ার্ডের কালীখোলা নামক স্থানে এফরানুর রহমান এবং মিজানুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

    এসময় একটি নির্বাচনি অফিস ও অটোরিকশা ভাঙচুর করা হয়। উভয় ঘটনায় অন্তত ১২ জন আহত হয়।

    খবর পেয়ে পুলিশ, কোস্ট গার্ড, ডিবি পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বর্তমানে শহরের প্রতিটি ওয়ার্ডে টান টান উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...