কারাবন্দি অবস্থায় লেখক ও কলামিস্ট মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১ টায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখা নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ঢাকায় আন্দোলনরত ছাত্র জনতার ওপর হামলা-গ্রেপ্তারের প্রতিবাদ এবং ডিজিটাল সিকিউরিটি কালো আইন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে বাসদ বরিশাল জেলা শাখার সদস্য কাজল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কবি ও লেখক হেনরি স্বপন, বরিশাল জেলা বাসদের সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ, শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক নুরুল হকসহ বিভিন্ন নেতাকর্মী।সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।