করোনাভাইরাসের গণটিকাদান কর্মসূচি দ্বাদশ দিনে টিকা নিতে ভিড় বাড়ছে বরিশালের হাসপাতালগুলোয়।
গেলো ২৪ ঘণ্টায় বরিশালে ৩৩০৩ জন এবং ১৭ কর্ম দিবসে মোট ৪১০১৭ জন মানুষ করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন।গতকাল শুক্রবার বরিশাল জেলার ৯ টি উপজেলায় ১৭১৩ জন এবং বরিশাল সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় ১৫৯০ জনসহ জেলায় মোট ৩৩০৩ জন ভ্যাকসিন গ্রহণ করেছে। প্রথম দিনে থেকে জেলায় ৪১০১৭ নারী-পুরুষ ভ্যাকসিন গ্রহণ করেছে। গতকাল পর্যন্ত জেলায় রেজিস্ট্রেশন করেছে ৫৯৯৫৯ জন। ভ্যাকসিন কর্মসূচি শুরু হওয়ার পর থেকে দিন দিন কেন্দ্রগুলোতে গ্রহীতা ভিড় বেড়েই চলছে।বরিশাল জেলায় প্রথম ধাপে ১ লাখ ৬৮ হাজার ব্যক্তি টিকা পাবেন।