More

    হাতকড়া নিয়ে পালানো হত্যাসহ ৮ মামলার আসামি কুখ্যাত সুমন গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    আদালতে তোলার সময় কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান খুন ও ডাকাতিসহ আট মামলার আসামি হারুন অর রশিদ সুমন।

    পালিয়ে যাওয়ার পর তাকে ফের গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ভোলার লাল মোহনের হারুন অর রশিদ সুমন। মায়ের সাথে দীর্ঘদিন মিশরে থাকলেও, দেশে ফিরে মাদক, হত্যা ডাকাতিসহ নানা অপরাধে হাত পাকানো সুমনের কিশোর গ্যাং নিয়েও তদন্তে নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনী। আশপাশের মানুষকে নিয়ন্ত্রণে ভয়ের পরিবেশ তৈরি করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ওয়ালে দিয়ে রাখতো অবৈধ অস্ত্র ও নির্যাতনের ছবি

    গেল ২৩ ফেব্রুয়ারি কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেয়ার সময় প্রিজন ভ্যান থেকে নামার সময় কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান হত্যা, ডাকাতিসহ অন্তত আট মামলার এ আসামি সুমন। এ ঘটনায় সাময়িক বরখাস্ত হন আট পুলিশ সদস্য। মামলা হয় কতোয়ালী থানায়।কৌশলে পালিয়ে যাওয়ার পর টঙ্গী, এরশাদনগর ও চান্দুরা এলাকায় অবস্থান করে পলাতক আসামি সুমন। সবশেষ এক সপ্তাহ যাবৎ অবস্থান করছিলো গাজীপুরের সোহাগ পল্লী মার্কেটের পাশে বনের ভেতর। প্রযুক্তির সহায়তায় শেষ পর্যন্ত কুখ্যাত অপরাধী সুমনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।তদন্তে নেমে তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ অন্তত ৮টি মামলার খবর পেয়েছে পুলিশ। এছাড়া সুমনের ফেইসবুক অ্যাকাউন্ট তদন্ত করে সাধারণ মানুষকে নির্যাতন, অবৈধ অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রাজীব আল মাসুদ।এদিকে, কারাগার থেকে নিয়ে আদালতে তোলার ব্যাপারে আসামি ব্যবস্থাপনায় পুলিশ সদস্যদের আরো সতর্ক থাকার পরামর্শ গোয়েন্দা পুলিশের।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...