More

    বরিশালে বয়স্ক ভাতা তোলা হলো না বৃদ্ধ মালেকের

    অবশ্যই পরুন

    বরিশালে ট্রলির ধাক্কায় আব্দুল মালেক খান নামে ৭০ বছরের এক বৃদ্ধ মারা গেছেন। বুধবার (১০ মার্চ) দুপুরে সদর উপজেলার সাহেবের হাট বাজার এলাকায় দুর্ঘটনাস্থলেই মারা যান তিনি।

    নিহত আব্দুল মালেক খান সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চর গোপালপুর নলচর গ্রামের বাসিন্দা।

    স্থানীয় সূত্রে জানাগেছে, তিনি সকালে বাড়ি থেকে বয়স্কভাতা তোলার কথা বলে বের হন। এরপর সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বন্দর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

    বরিশাল বন্দর থানা পুলিশের এসআই মো: এরশাদুল জানান, মরদেহের সুরতহাল শেষে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...