More

    ‘বিনিয়োগ চাহিদা পূরণে বিসিককে তৈরি করা হচ্ছে’

    অবশ্যই পরুন

    শিল্প সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠান (বিসিক) কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক এমপি আমির হোসেন আমু। তিনি বলেন, বঙ্গবন্ধু বিসিক প্রতিষ্ঠা করেছিলেন এবং তার জন্ম শতবার্ষিকীতে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা তাৎপর্যপূর্ণ। বর্তমান সরকার বাংলাদেশের শিল্প বিনিয়োগে বিভিন্ন দেশকে আগ্রহী করতে পেরেছে। এ কারণে বিসিককে সম্প্রসারণ করে বিনিয়োগ চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে তৈরি করা হচ্ছে।বুধবার (১০ মার্চ) বিকালে বিসিক শিল্প নগরী এলাকায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্পের পাশাপাশি এসএমই পণ্য বিনিয়োগ পরিস্থিতি বৃদ্ধি পাওয়ায় এই শিল্প বিকাশে কাজ করছে সরকার।জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহআলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ঝালকাঠি চেম্বার অব কর্মাস সভাপতি সালহ্ উদ্দিন আহমেদ সালেক, অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত কুমার দে ও নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বিশেষ অতিথি ছিলেন।অনুষ্ঠানে বিসিক ঝালকাঠির উপ-ব্যবস্থাপক সাফাউল করীম স্বাগত বক্তব্য রাখেন। মেলায় ৭০টি স্টলে ক্ষুদ্র ও কুটির শিল্পের উৎপাদিত পণ্য এবং এসএমই পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। বিসিকের আয়োজনে সহায়তা করছে জেলা প্রশাসন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে প্রসূতি নারীর মৃত্যু: চিকিৎসা অবহেলার অভিযোগ স্বামীর

    বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত নারীর নাম তানজিলা আক্তার, তিনি...