More

    বরিশালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন করার প্রতিবাদে মানববন্ধন

    অবশ্যই পরুন

    প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধানের দাবী এবং সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি)-২০২০ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন করার প্রতিবাদ
    ও অসামঞ্জস্যতা সংশােধনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বরিশালে।

    আজ (১৫) মার্চ সোমবার বেলা ১১টায় অশ্বিনী কুমার হলের সামনে ইনস্টিটিউশন অব ডিপ্লোামা ইঞ্জিনিয়ার্র্স, বাংলাদেশ (আইডিইবি) বরিশাল জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    বরিশাল জেলা সভাপতি প্রকৌশলী মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ নাহীদ হোসেন তালুকদার, বঙ্গবন্ধু ডিপ্লোামা প্রকৌশলী পরিষদ বরিশালের সভাপতি প্রকৌশলী মোঃ আবু সায়েম সহ অনেকে।

    এছাড়া পিডব্লিউডি, বরিশাল সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথ, এলজিইডি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বাের্ড, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশ টেক্সটাইল, জনশক্তি, জনস্বাস্থ্য
    প্রকৌশল, ওজোপাডিকো লিমিটেড, জেলা পরিষদ, আইডিইবি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশন, প্রাইভেট সেক্টর ডিপ্লোামা প্রকৌশলী, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কনসালটেন্ট সহ বিভিন্ন সার্ভিস এ্যাসােসিয়েশনেরনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...