More

    চরফ্যাশনে সংঘর্ষের ঘটনায় পুলিশসহ ৫জনের বিরুদ্ধে মামলা

    অবশ্যই পরুন

    চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে পুলিশ কনষ্টেবলের হামলায় ৩জন আহত হয়েছে। এই ঘটনায় চরফ্যাশন থানায় মামলা দেয়া হলে পুলিশ মামলা গ্রহণ করেননি। মনির হোসেন বাদী হয়ে চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রবিবার (১৪মার্চ) বিকেলে পুলিশ কনষ্টেবল আক্তার হোসেনসহ ৫জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। আদালত চরফ্যাশন থানাকে মামলাটি এফআইর করার জন্যে নির্দেশ প্রদান করেন। মামলার বিবরনীতে জানা যায়, উপজেলার আবদুল্লাহপুরে তাদের জমিজমার বিরোধকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার (১১মার্চ) বেলা ১২টায় প্রতিপক্ষ সিদ্দিক তালুকদারের বাড়ির উঠোনের সরকারি টিউবওয়েল থেকে তার মেয়ে খুকুমনি (২১) পানি আনতে গেলে সিদ্দিক তালুকদার ও তার স্ত্রী বিবি মরিয়ম এবং তার ছেলে বরিশাল বাকরগঞ্জ কলসকাঠি ইউনিয়ন ক্যাম্পের পুলিশ সদস্য আকতার হোসেনসহ তার ভাই হাবিব ও ভাবি শাহিনা বেগম খুকুমনি কে মারধর ও কুপিয়ে গুরুতর জখম করে। এসময় মনিরউদ্দিন ও তার স্ত্রী হাজেরা বেগম (৩৫) ডাক চিৎকার শুনে মেয়েকে উদ্ধার করতে গেলে তাদেরকে ও অস্ত্র সস্ত্র ও লাঠি সোটা দিয়ে মারধর করে গুরুতর আহত করে বলে তিনি অভিযোগ করেন। তবে এ হামলার ঘটনায় কোনো সম্পৃক্ততা নেই বলে পুলিশ সদস্য আকতার হোসেন ও তার পরিবার দাবি করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...