More

    চরফ্যাশনে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার

    অবশ্যই পরুন

    ভোলার চরফ্যাশন উপজেলায় নিজ বাড়ীর বাগানে গাছের ডালে বিল্লাল (২০) নামের এক যুবকের ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে।
    সোমবার ভোর ৫টায় উপজেলার দুলারহাট থানার নীল কমল ২নং ওয়ার্ডে যুবকের নিজ বাড়ির বাগানে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুলারহাট থানাপুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল ৯টার দিকে গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশটি উদ্ধার করে।
    নিহত যুবক বিল্লাাল (২০) ওই এলাকার আঃমালেকের ছেলে। জানা যায়, নিহত যুবক ঢাকায় শ্রমিকের কাজ করত। গত ৩দিন আগে ঢাকা থেকে তার নিজ বাড়িতে আসে। গতকাল প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে সে স্বাভাবিকভাবে ঘুমিয়ে পরে। ভোর রাতে তার পরিবারের লোকজন দেখে সে ঘরে নেই। পরবর্তীতে অনেক খোঁজা খুজির পর বাগানের ভিতর একটি রেইন্ট্রি গাছের ওপরের ডালে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। তার পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের পিতা আঃ মালেক জানান, তার ছেলে জন্ম থেকেই মানসিক ভার সাম্যহীন। চরফ্যাসন ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ মোঃ আসাদুজ্জামান লিখন বলেন, পুলিশ আমাদের খবর দিলে আমরা ঘটনা স্থলে এসে যুবকের লাশটি উদ্ধার কওে পুলিশের কাছে হস্তান্তর করতে সক্ষম হই।
    দুলার হাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোরাদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে যুবকের লাশটি উদ্ধার করা হয়েছে। তার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...