More

    ঘরে কলেজছাত্রীর, বাগানে মিলল শ্রমিকের মরদেহ

    অবশ্যই পরুন

    ভোলায় একদিনে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ মার্চ) সদর উপজেলার কালি বাড়ি সড়ক ও চরফ্যাশনের একটি বাগান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

    নিহত একজনের নাম সাদিয়া (১৮)। তিনি ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি রোড এলাকার বাসিন্দা মো. সেলিমের মেয়ে। অপরদিকে মো. বিল্লাল হোসেন (২১) নীল কমল ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে।

    পুলিশ ও স্থানীয় জানান, বিকালে নিজের রুমে ফ্যানের সাথে ঝুলতে দেখে কলেজ ছাত্রী সাদিয়াকে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

    ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘মৃত্যু রহস্য এখনও জানা যায়নি।’

    অন্যদিকে চরফ্যাশন উপজেলার দুলার হাট থানার নীল কমল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একটি বাগান থেকে মো. বিল্লাল হোসেন নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

    দুলার হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা বলা যাচ্ছে না।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...