More

    ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

    অবশ্যই পরুন

    নিষিদ্ধ ছাত্রলীগের ভোলা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালমান গোলদারকে (৩০) আটক করেছে কোস্ট গার্ড। গতকাল ভোলা সদর উপজেলার কালীবাড়ি রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

    তিনি ওই এলাকার বাসিন্দা সিরাজ গোলদারের ছেলে বলে জানা গেছে। কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের ভোলা বেইস ও পুলিশের সমন্বয়ে ভোলার সদর থানাধীন কালীবাড়ি রোড সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযান থেকে সালমান গোলদারকে আটক করা হয়। সালমান গোলদারকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে নিয়ম না মেনে ভাড়া বাড়িতে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

    বরিশালে নানা অনিয়মের মধ্যে দিয়ে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। নেই স্থায়ী ক্যাম্পাস, ভাড়া বাড়িতে চলছে সকল কার্যক্রম। এরইমধ্যে একটি বেসরকারি...