More

    বেতাগীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ: আহত ১০

    অবশ্যই পরুন

    বরগুনার বেতাগীতে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার রেশ ধরে উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এতে গুরুতর আহত হয় প্রায় ১০জন। শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার কালিকাবাড়ি নামক এলাকায় এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে সুখরঞ্জন নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। বাকি আহতরা বরগুনা জেনারেল হাসপাতাল ও বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

    জানা যায়, শুক্রবার সকালে নির্বাচনে অংশ নিতে ঢাকা থেকে নৌপথে লঞ্চে করে বেতাগী আসেন সরিষামুড়ি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউসুফ শরিফ। এ সময়ে তার সমর্থকদের শুভেচ্ছা জানাতে আসায় বাধা দেন শিপন জোমাদ্দারের সমর্থকরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি বলেন, বাধার এক পর্যায়ে অতর্কিত হামলা শুরু হয় এবং দুই পক্ষের প্রায় ১০জন সমর্থক গুরুতর আহত হন।

    বেতাগী সদর হাসপাতালে চিকিৎসারত মালেক মৃধা বলেন, আমরা সকলে দাড়ানো এর মধ্যে কিভাবে হয়ে গেলো বুঝে উঠতে পারিনি। অনেকেই আহত হয়েছে এর মধ্যে ১০জনের অবস্থা গুরুতর।

    উল্লেখ্য যে, গত ২০২০ সালের ২০ নভেম্বর রোজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের কালিকাবাড়ি বাজারে সরিষামুড়ী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ,জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হাসান শিপন জোমাদ্দারকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখম করেন একই এলাকার সাবেক চেয়ারম্যান মো. ইউসুফ শরিফ তার দুই ছেলে সহ সমর্থকরা। তার পর থেকে থানায় মামলা হলে সেই থেকে বেপাত্তা ছিলেন ইউসুফ শরিফরা।হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়ে শুক্রবার এলাকার আসেন ইউসুফ শরিফ ফলে সেই পূর্ব শত্রতার রেশ ধরেই একের পর এক হামলা ঘটনা চলছে ওই ইউনিয়নে।

    এ ঘনায় বেতাগী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, সংঘর্ষের ঘটনা শোনার সাথে সাথে সেখানে পুলিশ পাটানো হয় এবং পুরো এলাকায় পুলিশ কড়া নজরদারি করছেন। উক্ত ঘটনায় থানায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি, পেলে ব্যবস্থা নিবো।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...