More

    বরগুনায় অগ্নিকাণ্ডে পুড়েছে তিনটি বসতঘর

    অবশ্যই পরুন

    বরগুনা প্রতিনিধি : বরগুনা পৌর শহরের গ্রীন রোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে গেছে।

    শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

    খবর পেয়ে বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

    অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

    বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আলী সাজ্জাদ জানান, গ্রীন রোড এলাকার সদরঘাট মসজিদের সাবেক মুয়াজ্জিন মরহুম আবদুল কাদেরের বসতঘরসহ আরও দুটি ঘর আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় আরও দুইটি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের সময় ঘরে থাকা লোকজন নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হলেও ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠিতে জামায়াতে ইসলামীতে শতাধিক সনাতন ধর্মাবলম্বীর যোগদান

    মো: মেহেদী হাসান: ঝালকাঠিতে জামায়াতে ইসলামীতে শতাধিক সনাতন ধর্মাবলম্বীর যোগদান এক নতুন রাজনৈতিক দিগন্তের সূচনা করেছে। ঝালকাঠি প্রতিনিধি জানিয়েছেন...