More

    ভোলায় হরিণ শিকারির ১ মাসের কারাদণ্ড

    অবশ্যই পরুন

    ভোলার মনপুরা উপজেলায় ২ কেজি হরিণের মাংসসহ এক শিকারিকে আটক করেছে বন বিভাগের কর্মীরা। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম মিঞা বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ১ মাসে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

    আটককৃত ব্যক্তির নাম মনির হোসেন। তার বাড়ি মনপুরার উত্তর সাকুচিয়া এলাকায়।

    শুক্রবার (২৬ মার্চ) সকালে সাজাপ্রাপ্ত মনিরকে ভোলা জেল হাজতে পাঠানো হয়েছে।

    মনপুরা উপজেলা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা সুমন চন্দ্র রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনকর্মীরা বৃহস্পতিবার রাতে ২ কেজি হরিণের মাংসসহ মনির (৩৮) নামের ওই ব্যক্তিকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১ মাসের কারাদণ্ড দেয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে নিয়ম না মেনে ভাড়া বাড়িতে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

    বরিশালে নানা অনিয়মের মধ্যে দিয়ে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। নেই স্থায়ী ক্যাম্পাস, ভাড়া বাড়িতে চলছে সকল কার্যক্রম। এরইমধ্যে একটি বেসরকারি...