বরিশালে ট্রাক থেকে ৮৬ মণ জাটকা জব্দ করা হয়েছে। এ সময় গ্রেফতার করা হয়েছে ট্রাকচালক ও হেলপারকে।
শুক্রবার (২৬ মার্চ) ভোরে সদর নৌ থানা পুলিশের সদস্যরা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর (দপদপিয়া) টোল প্লাজায় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটকরা হলেন, ট্রাকচালক মো. মিলন ও হেলপার মো. আরিফ।

সদর নৌ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলোক চৌধুরী জানান, নিষেধাজ্ঞা অমান্য করে বরগুনার আমতলী থেকে ট্রাকে করে ঢাকায় জাটকা পরিবহন করা হচ্ছে। এমন সংবাদ পেয়ে শুক্রবার ভোরে বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর (দপদপিয়া) টোল প্লাজায় চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি ট্রাকে অভিযান চালিয়ে প্লাস্টিকের ড্রামে থাকা ৮৬ মণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় চালক ও হেলপারকে।
তিনি আরও বলেন, বেলা ১১টায় মৎস্য অধিদফতরের কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত জাটকা ইলিশ বিভিন্ন মাদরাসা, এতিমখানা এবং গরীব মানুষদের মাঝে বিতরণ করা হয়। পাশাপাশি গ্রেফতার চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
