More

    বরিশালে ভয়াবহ রূপ নিচ্ছে করোনা, দুইদিনে আক্রান্ত ৫৮

    অবশ্যই পরুন

    বরিশালে ভয়াবহ রূপ নিচ্ছে করোনা ভাইরাস। গত ৪৮ ঘন্টায় বরিশাল বিভাগে নতুন করে ৫৮ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল ৪৬ ও শনিবারে ১২ জন। যার মধ্যে বরিশাল নগরীতেই আক্রান্ত হয়েছে ২২।

    শনিবার সকালে বরিশাল স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

    দিকে ৪৮ ঘন্টায় মাত্র সাত জন সুস্থ্য হলেও কেউ মারা যায়নি। এ নিয়ে বরিশাল জেলায় মোট পাঁচ হাজার ৮৪ জন করোনা আক্রান্ত হয়েছে। এবং ৯০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত নগরীতে চার হাজার ৮ শতাধিক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন প্রায় ৫০ জন।

    গত ৪৮ ঘন্টায় বরিশাল জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ২৪ জন। বিভাগে শনিবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এগারো হাজার ৬৯ ও মৃত্যু হয়েছে ২০৮ জনের। ছয় জেলায় সুস্থ হয়েছেন দশ হাজার ৫৭০ জন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীর দুমকীতে প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগর এর অভিযোগ সংবাদ সম্মেলনে

    ওবায়দুর রহমান অভি, পটুয়াখালী প্রতিনিধি : দুমকীর শ্রীরামপুর ইউনিয়নের চরবয়রায় হনুফা নুরআলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে ঘর...