ভোলার দৌলতখানে বাংলাদেশ হেফাজতে ইসলামের হরতালের তেমন কোনও প্রভাব পড়েনি। রবিবার দুপুরে দৌলতখান পৌরশহরের উত্তরমাথা-দক্ষিণ মাথা, উপজেলার চরপাতা, নুরমিয়ার হাট, মিয়ারহাটসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে স্বাভাবিক চিত্র দেখা গেছে। যান চলাচল করছেন আগের মতোই, ব্যবসা-প্রতিষ্ঠান স্বাভাবিকভাবেই খোলা রয়েছে। হরতালকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। এসব গুরুত্বপূর্ণ স্থানে দেখা যাইনি হরতালের সমর্থন হেফাজতের নেতাকর্মীদের।
এদিকে সারাদেশের ন্যায় দৌলতখানেও হরতালকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছেন তারা।
অটোরিকশাচালক মনোয়ার আলী বরিশালটাইমসকে জানান, সকাল থেকে ৩ বার অটোনিয়ে নিয়ে উপজেলার বাইরে গিয়েছি, কোন ধরণের সমস্যা হয়নি। পৌরশহরের দোকানদার নাফিজ জানান, সকাল থেকে দোকান খোলে ব্যবসা করছি, কোন ধরণের মিছিল চোখে পড়েনি।
দৌলতখান থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বরিশালটাইমসকে বলেন, হরতালকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই না কোনও ধরণের জনদুর্ভোগ সৃষ্টি হোক, রাস্তাঘাট কিংবা যান চলাচল কোথাও বন্ধ থাকুক। মানুষ ও যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছি।
দৌলতখান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, হরতালকে কেন্দ্র করে দৌলতখানে এখন পর্যন্ত কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়োজিত রয়েছে।’