More

    বরিশালে ছেলের সাথে অভিমান করে আত্মহত্যা করলেন মা!

    অবশ্যই পরুন

    বরিশাল নগরীতে ছেলের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়েছেন রুমা বেগম নামে এক নারী। রোববার সন্ধ্যায় নগরীর পলাশপুর এলাকা থেকে পুলিশ চল্লিশোর্ধ্ব নারীর লাশটি উদ্ধার করে। এরআগে রোববার দুপুরে কিস্তির টাকা নিয়ে মা ছেলের বাকবিতন্ডা হয়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত খবর হচ্ছে, নগরীর পলাশপুর ৮ নম্বর গলির দিনমজুর নাসির খাঁর স্ত্রী তিন সন্তানের জননী রুনা বেগম অভাবগ্রস্ত হয়ে পড়েন। এবং একটি সমিতি থেকে টাকা ঋণ নিয়ে তা পরিশোধ করতে হীমসীম খাচ্ছিলেন। এনিয়ে দুদিন পূর্বে ছেলের সঙ্গে তার ঝগড়া হয়। এতে ছেলে তার সাথে কথা বলা বন্ধ করে দেয়।

    ধারণা হচ্ছে, ছেলে কথা বলা বন্ধ করে দেওয়ায় মা অভিমান করে গলায় ফাঁস দিয়েছেন।

    এব্যাপারে কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, খবর পেয়ে রাতেই নারীর লাশ উদ্ধার করেছেন। এবং ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

    ওসি বলেন- নারীর মৃত্যুর কারণ প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় আপাতত একটি অপমৃত্যু মামলা গ্রহণ করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে এক পরিবারের ৫ জন নিহত, আহত ৪

    কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও...