More

    চরফ্যাশনে মাস্ক না পরায় ২২জনকে জরিমানা

    অবশ্যই পরুন

    ভোলার চরফ্যাশন উপজেলায় মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২২ জনকে ৪ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়েছে।

    বুধবার (৩১মার্চ) সকাল সাড়ে ১১টায় আদালত প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় মাস্ক না পরার অপরাধে ১৫টি মামলায় ২২ জনকে ৪হাজার ৬শ টাকা জরিমানা করেছে।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন ও সহকারী ভূমি কর্মকর্তা রিপন বিশ্বাস উপস্থিত থেকে এ অভিযান পরিচালনা করেন।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন বলেন, প্রত্যেককে বাধ্যতামূলক মাস্ক পরে বাহিরে বের হতে হবে। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে নিয়ম না মেনে ভাড়া বাড়িতে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

    বরিশালে নানা অনিয়মের মধ্যে দিয়ে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। নেই স্থায়ী ক্যাম্পাস, ভাড়া বাড়িতে চলছে সকল কার্যক্রম। এরইমধ্যে একটি বেসরকারি...