More

    বরগুনায় কাঠবোঝাই টমটম উল্টে চালক নিহত

    অবশ্যই পরুন

    বরগুনার আমতলী উপজেলায় টমটম উল্টে বাদল হাওলাদার (৩২) নামে এক চালক নিহত হয়েছেন। রোববার (৪ মার্চ) দুপুরে উপজেলার নাচনাপাড়া নামক স্থানের এই দুর্ঘটনা ঘটে।

    নিহত বাদল হাওলাদার আমতলী সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের এলাকার বাবুল হাওলাদারের ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, আমতলী কাঠপট্টি থেকে বাদল হাওলাদার তার কাঠবোঝাই টমটমে নাচনাপাড়ার দিকে যাচ্ছিলেন। কাছাকাছি স্থানে পৌঁছালে টমটম নিয়ন্ত্রণ হারিয়ে এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়।

    বিষয়টি নিশ্চিত করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, লাশ আমতলী হাসপাতালে রাখা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    খুলছে সেন্টমার্টিন, হতাশা কাটেনি ব্যবসায়ীদের

    কক্সবাজারের টেকনাফের প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিন আগামী সপ্তাহে খুলে দেওয়া হচ্ছে। তবে এতে হতাশা কাটেনি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। তারা বলছেন,...