নিহত শুভ পৌর এলাকার সদর রোডের বাসিন্দা রিপন মৃধার ছেলে এবং বরিশাল বিএম কলেজের দর্শন বিভাগের ২য় বর্ষের ছাত্র ছিলেন।
নিহতের পরিবার জানায়, গত রোববার রাতে পৌর এলাকার ফিডার রোডের রিয়াদ হোসেন মৃধার বাসায় বন্ধুদের সঙ্গে পিকনিকে যায়। এ সময় ছাদে বন্ধুদের আড্ডার ফাঁকে মোবাইলে কথা বলার সময় ছাদ থেকে পড়ে আহত হয়। বুধবার সকালে রাজধানী ঢাকার কনফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুভ মারা যায়।
এই বিষয়ে গলাচিপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার বরিশালটাইমসকে জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ’