More

    গৌরনদীতে কঠোর লকডাউন কার্যকর করতে মহাসড়কে কাজ করছেন পুলিশ

    অবশ্যই পরুন

    মহামারী করোনভাইরাসের প্রদুর্ভাব ঠেকাতে সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে বরিশালের গৌরনদীর মহাসড়কে নিয়মিত চেকপোষ্ট বসিয়ে কাজ করছেন গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও জেলা পুলিশ।
    দক্ষিণাঞ্চলের সড়ক পথে প্রবেশদ্বার বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর ভূরঘাটায় কঠোর লকডাউনের তৃতীয় দিনে শুক্রবার সকাল থেকে গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুব ইসলাম ও জেলা পুলিশ সার্জন আওলাদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ চেকপোষ্ট বসায়। গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুব ইসলাম জানান, সরকার ঘোষিত ১৮ শ্রেনির যানবাহন ব্যাতিত ব্যাক্তিগত যানবাহন, মোটর সাইকেল আরোহী ও যাত্রীদের মুভমেন্ট পাশ যাচাই বাচাই করে জেলায় প্রবেশ করতে দেয়া হচ্ছে। যাদের মুভমেন্ট পাশ নেই তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে। এ ছাড়া পথচারীদের করোনারভাইরাস সংক্রান্ত প্রতিরোধে সামাজিক দুরত্ব, স্বাস্থ্য বিধি প্রতিপালন, স্বাস্থ্য বিধি সচেতনতা করা হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...