বরিশালের গৌরনদীতে ২০২০-২০২১ অর্থবছরে বোর মৌসুমে উন্নয়ন সহায়তায় (ভর্তুকী) মূল্যে কম্বাইন হাভেস্টার ও রিপার যন্ত্র বিতরন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মামুনুর রহমান, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আ্যাডভোকেট সাহিদা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীবসহ অন্যান্যরা।