More

    গৌরনদীতে বৃদ্ধকে পিটিয়ে আহত

    অবশ্যই পরুন

    জমি সংক্রান্ত বিরোধের জেরধরে মতলেব ফকির (৭০) নামের এক বৃদ্ধকে ইফতার পূর্ব মূহুর্তে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ঘটনাটি ঘটেছে শুক্রবার ইফতার পূর্ব মূহুর্তে বরিশালের গৌরনদী উপজেলার উত্তর কান্ডপাশা গ্রামে। এঘটনায় শনিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

    গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন মতলেব ফকির জানান, একই বাড়ির প্রতিপক্ষ গিয়াস ফকির ও রতন ফকির গংদের সাথে বসতবাড়ির জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে গিয়াস ও রতনের সাথে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে গিয়াস ও রতনের নেতৃত্বে ইফতার পূর্ব মুহুর্তে তাকে (মতলেব) পিটিয়ে গুরুতর আহত করা হয়। এসময় হামলাকারীদের হাত থেকে বৃদ্ধকে রক্ষা করতে গিয়ে রানা ফকির নামের এক যুবক গুরুতর আহত হয়।

    অভিযোগের তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...