পটুয়াখালীর বাউফলে আজ ভয়ংকর কালবৈশাখী তাণ্ডব চালায়। আজ বিকেল ৫ টায় বাউফলের পৌরসভা এলাকায় কালবৈশাখী ঝড়ে কমপক্ষে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
কালবৈশাখী ঝড়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হোন্ডা রাখার স্ট্যান্ডের পাশে বড় দুটি চাম্বল গাছ উপড়ে যায় এবং টিনশেডের উপড়ে পরে। শেডের মধ্যে রাখা ছিল কমপক্ষে ২০টি মোটরসাইকেল। গাছ উপড়ে পড়ার কারণে ৫টি মোটরসাইকেল গাছের নিচে চাপা পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে বাউফল ফায়ার সার্ভিসের সহযোগিতায় মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়।
এছাড়াও ঝড়ে বাউফল উপজেলা অফিসের সামনের রোডে অবস্থিত হাজী বাড়ির মোহাম্মদ হাফিজ হাজির ঘরের উপরে একটি রেইনট্রি গাছ উপড়ে পড়ে তার ঘর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়।
মোহাম্মদ হাফিজ জানান তার ঘরের কোন অংশ অক্ষত অবস্থায় নেই সম্পূর্ণটা ভেঙে গেছে।
এছাড়াও ঝড়ের কবলে পড়েছে বাউফল সদর উপজেলার হেলথকেয়ার নামে একটি ক্লিনিক। ঝড়ে ক্লিনিকটির এক লক্ষ টাকা মূল্যের ডিজিটাল ব্যানার টি সম্পূর্ণ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় এবং বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়ার কারণে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়।
এই রিপোর্টটি করার আগ পর্যন্ত সম্পূর্ণ বাউফলে এখন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ঝড়ের ক্ষয়ক্ষতি সঠিকভাবে নিরূপণের জন্য বাউফল ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে যাচ্ছে।