More

    কলাপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ইউনিয়নের গন্ডামারি গ্রামে পারিবারিক পূর্ব শত্রুতার জেরে অতর্কিত হামলা চালিয়ে এক পরিবারের তিন জনকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ।

    গত বুধবার (১৪ এপ্রিল) আসরের নামাজ শেষে স্থানীয় মসজিদ মাঠে এ হামলার ঘটনাটি ঘটে।

    আহতরা হলেন- একই পরিবারের খবির মিয়া (৪০), আঃ রাজ্জাক মিয়া (৬৫), মহসিন মিয়া (৬০)। তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে আহত অবস্থায় তাদেরকে স্থানীয়রা তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    আহত আঃ রাজ্জাক মিয়া (৬৫) জানান, পূর্ব শত্রুতার জের ধরে আসরের নামাজ পড়ে বের হওয়ার সময় ঘটনার দিন মসজিদের মাঠে ওঁৎ পেতে থাকা মোঃ বাছেদ মিয়া (৩৫), আফজাল মিয়া (৪২), জাকির মিয়া (৩৮) সহ ৭/৮ জন ধারালো দা, রড নিয়ে কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে আমাকে এবং আরার ছোট ভাই ও বড় ভাইয়ের ছেলেকে কুপিয়ে জখম করে। আমাদের রক্ষা করতে আসা আমাদের স্ত্রীদের কাছ থেকে গহনা এবং ফোন ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...