More

    বাউফলে ৭০ ঊর্ধ্ব বৃদ্ধাকে পিটিয়ে জখম

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর বাউফলে পূর্বের শত্রুতার বিরোধে মোসা. বেগম বিবি (৭০) নামে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম করেছে একই গ্রামের জাহাঙ্গীর সিকদার (৬০) পিতা মো. দলিল উদ্দিন সিকদার, গিয়াস সিকদার(৫০) পিতা মো. দলিল উদ্দিন সিকদার, জালাল সিকদার (৪৫) পিতা- মো. দলিল উদ্দিন সিকদার, শফিক সিকদার (৫০) পিতা- মৃত মন্নান সিকদার, নাসির সিকদার পিতা- মৃত মন্নান সিকদার। উভয় সাং নাজিরপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের ছোট ডালিমা গ্রামে।

    স্থানীয় সুত্রে জানা যায়, গত ২০ এপ্রিল বুধবার সকাল ৬ ঘটিকার সময় রাজ্জাক সিকদার (৬০) পিতা- মৃত আঃ জব্বার সিকদার, ইব্রাহীম সিকদার (৩৫) পিতা-আঃ হক সিকদার তাদের নিজ জমিতে মুগ ডাল তুলতে যায় জাহাঙ্গীর সিকদার নিজের জমি দাবী করে তাদেরকে দেখে চোরেরা মুগ ডাল তোলে বলে ডাক চিৎকার করে, ডাক চিৎকার শুনে তার ভাইয়েরা লাঠিসোটা নিয়ে দৌড়ে এসে তাদেরকে এলোপাথারী পিটাতে থাকে তাদেরকে বাঁচাতে ইব্রাহীমের মা বেগম বিবি ছুটে আসলে তার কপাল সহ চোখ নাকে লাঠি দিয়ে আঘাত করলে রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে পড়ে যান, এবং রাজ্জাক সিকদারের স্ত্রী হামেলা বিবি (৫৫) স্বামীকে বাঁচাতে ছুটে আসে তাকেও লাঠি দিয়ে মাথায় আঘাত করে এবং রক্তাক্ত অবস্থায় তিনিও মাটিতে পড়ে যান।

    খবর পেয়ে স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বেগম বিবির অবস্থা গুরতর দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এবং হামেলা বিবি সহ বাকি তিন জনকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বেগম বিবির অবস্থা আরও আশংকাজনক হওয়াতে তাকে রেফার করে ঢাকা পিজি হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি পিজি হাসপাতালের আইসিইউও তে ভর্তি রয়েছেন।

    এ ব্যাপারে বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

    এ বিষয়ে বাউফল থানার ওসি তদন্ত আল মামুন বলেন, আগে রোগীর চিকিৎসা করানো হোক আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...